5. তখন মূসা মণ্ডলীকে বললেন, মাবুদ এই কাজ করতে হুকুম করলেন।
6. পরে মূসা হারুন ও তাঁর পুত্রদেরকে কাছে এনে গোসল করালেন।
7. আর হারুনকে ইমামের পোশাক পরালেন, কোমরবন্ধনী পরালেন, তাঁর শরীরে পরিচ্ছদ ও তাঁর উপরে এফোদ দিলেন এবং এফোদের বুনানি করা পটুকাতে শরীর বেষ্টন করে তার সঙ্গে এফোদখানি আট্কে দিলেন।
8. আর তাঁর বুকে বুকপাটা দিলেন এবং বুকপাটায় ঊরীম ও তুম্মীম আট্কে দিলেন।
9. আর তাঁর মাথায় পাগড়ী দিলেন ও তাঁর কপালে পাগড়ীর উপরে সোনার পাতের পবিত্র মুকুট দিলেন; যেমন মাবুদ মূসাকে হুকুম দিয়েছিলেন।
10. পরে মূসা অভিষেকের তেল নিয়ে শরীয়ত-তাঁবু ও তার মধ্যস্থিত সমস্ত বস্তু অভিষেক করে পবিত্র করলেন।
11. আর তার কিছু নিয়ে কোরবানগাহ্র উপরে সাতবার ছিটিয়ে দিলেন এবং কোরবানগাহ্ ও তৎসংক্রান্ত সমস্ত পাত্র, ধোবার পাত্র ও তার গামলা পবিত্র করার জন্য অভিষেক করলেন।
12. পরে অভিষেকের জন্য তেলের কিঞ্চিৎ হারুনের মাথায় ঢেলে তাঁকে পবিত্র করার জন্য অভিষেক করলেন।
13. পরে মূসা হারুনের পুত্রদেরকে কাছে এনে তাদেরকেও ইমামের পোশাক পরালেন, কোমরবন্ধনী পরালেন ও তাদের মাথায় টুপি পরিয়ে দিলেন; যেমন মাবুদ মূসাকে হুকুম দিয়েছিলেন।
14. পরে মূসা গুনাহ্-কোরবানীর ষাঁড় আনলেন এবং হারুন ও তাঁর পুত্ররা সেই গুনাহ্-কোরবানীর বাছুরটির মাথায় হাত রাখলেন।
15. তখন তিনি তা জবেহ্ করলেন এবং মূসা তার রক্ত নিয়ে আঙ্গুল দ্বারা কোরবানগাহ্র চারদিকে শিংগুলোতে লাগিয়ে দিয়ে কোরবানগাহ্কে পাক-পবিত্র করলেন এবং কোরবানগাহ্র গোড়ায় রক্ত ঢেলে দিলেন ও তার জন্য কাফ্ফারা করার জন্য তা পবিত্র করলেন।