তখন তিনি তা জবেহ্ করলেন এবং মূসা তার রক্ত নিয়ে আঙ্গুল দ্বারা কোরবানগাহ্র চারদিকে শিংগুলোতে লাগিয়ে দিয়ে কোরবানগাহ্কে পাক-পবিত্র করলেন এবং কোরবানগাহ্র গোড়ায় রক্ত ঢেলে দিলেন ও তার জন্য কাফ্ফারা করার জন্য তা পবিত্র করলেন।