1. শিনিয়রের বাদশাহ্ অম্রাফল, ইল্লাসরের বাদশাহ্ অরিয়োক, এলমের বাদশাহ্ কদর্লায়োমর
2. এবং গোয়ীমের বাদশাহ্ তিদিয়লের সময়ে ঐ বাদশাহ্রা সাদুমের বাদশাহ্ বিরা, আমুরার বাদশাহ্ বির্শা, অদ্মার বাদশাহ্ শিনাব, সবোয়িমের বাদশাহ্ শিমেবর ও বিলার অর্থাৎ সোয়রের বাদশাহ্র সঙ্গে যুদ্ধ করলেন।
3. এঁরা সকলে সিদ্দীম উপত্যকাতে অর্থাৎ লবণ-সমুদ্রে একত্র হয়েছিলেন।
4. এঁরা বারো বছর পর্যন্ত কদর্লায়োমরের গোলামী থেকে ত্রয়োদশ বছরে বিদ্রোহী হন।
5. পরে চতুর্দশ বছরে কদর্লায়োমর ও তাঁর সহায় বাদশাহ্রা এসে অস্তরোৎ-কর্ণয়িমে রফায়ীয়দেরকে, হমে সুষীয়দেরকে, শাবিকিরিয়াথয়িমে এমীয়দেরকে
6. ও মরু-ভূমির পাশে অবস্থিত এল-পারণ পর্যন্ত সেয়ীর পর্বতে সেখানকার হোরীয়দেরকে আঘাত করলেন।
7. পরে সেই স্থান থেকে ফিরে ঐনমিষ্পটে অর্থাৎ কাদেশে গিয়ে আমালেকীয়দের সমস্ত দেশকে এবং হৎসসোন-তামর নিবাসী ইমোরীয়দেরকে আঘাত করলেন।
8. আর সাদুমের বাদশাহ্, আমুরার বাদশাহ্, অদ্মার বাদশাহ্, সবোয়িমের বাদশাহ্ ও বিলার অর্থাৎ সোয়রের বাদশাহ্ বের হয়ে এলমের কদর্লায়োমর বাদশাহ্র,
9. গোয়ীমের বাদশাহ্ তিদিয়লের, শিনিয়রের বাদশাহ্ অম্রাফলের ও ইল্লাসরের বাদশাহ্ অরিয়োকের সঙ্গে পাঁচ জন বাদশাহ্ চার জন বাদশাহ্র সঙ্গে যুদ্ধ করার জন্য ‘সিদ্দীম উপত্যকাতে’ সৈন্য স্থাপন করলেন।