এবং গোয়ীমের বাদশাহ্ তিদিয়লের সময়ে ঐ বাদশাহ্রা সাদুমের বাদশাহ্ বিরা, আমুরার বাদশাহ্ বির্শা, অদ্মার বাদশাহ্ শিনাব, সবোয়িমের বাদশাহ্ শিমেবর ও বিলার অর্থাৎ সোয়রের বাদশাহ্র সঙ্গে যুদ্ধ করলেন।