22. আর বানির পুত্র উষি জেরুশালেমের লেবীয়দের তত্ত্বাবধায়ক ছিল, সেই বানি হশবিয়ের পুত্র, হশবিয় মত্তনিয়ের পুত্র, মত্তনীয় মিকাহ্র পুত্র; মিকাহ্ আসফ-বংশজাত গায়কদের মধ্যে এক জন। উষি আল্লাহ্র গৃহের কাজের নেতা ছিল।
23. কেননা তাদের বিষয়ে বাদশাহ্র একটি হুকুম ছিল এবং গায়কদের জন্য প্রতিদিন নির্ধারিত অংশ দেওয়া হত।
24. আর এহুদার পুত্র সেরহের বংশজাত মশেষবেলের পুত্র যে পথাহিয়, সে লোকদের সমস্ত বিষয়ে বাদশাহ্র অধীনে নিযুক্ত ছিল।
25. আর সমস্ত গ্রাম ও তৎসংক্রান্ত ক্ষেতের বিষয়; এহুদা-সন্তানেরা কেউ কেউ কিরিয়ৎ-অর্বে ও তার উপনগরগুলোতে, দীবোনে ও তার উপনগরগুলোতে, যিকব্সেলে ও তার গ্রামগুলোতে
26. আর যেশূয়েতে, মোলাদাতে, বৈৎপেলটে,
27. হৎসর-শুয়ালে, বের-শেবাতে ও তার উপনগরগুলোতে,
28. সিক্লগে, মকোনাতে ও তার উপনগরগুলোতে,
29. ঐন্-রিম্মোণে, সরায় ও যম্মুতে,
30. সানোহে, অদুল্লমে ও তাদের গ্রামগুলোতে, লাখীশ ও তৎসংক্রান্ত ক্ষেতে, অসেকাতে ও তার উপনগরগুলোতে বাস করতো; বস্তুত তারা বের্-শেবা থেকে হিন্নোম উপত্যকা পর্যন্ত তাঁবুতে বাস করতো।
31. বিন্ইয়ামীন-সন্তানেরা সেবা থেকে মিক্মসে ও অয়াতে এবং বেথেলে ও তার উপনগরগুলোতে,
32. অনাথোতে, নোবে, অননিয়াতে,
33. হাৎসারে রামাতে, গিত্তয়িমে,
34. হাদীদে, সবোয়িমে, নবাল্লাটে,
35. লোদে ও ওনোতে, শিল্পকরদের উপত্যকাতে, বাস করতো।
36. আর এহুদার কোন কোন পালাভুক্ত কয়েকজন লেবীয় বিন্ইয়ামীনের সঙ্গে সংযুক্ত হল।