আর বানির পুত্র উষি জেরুশালেমের লেবীয়দের তত্ত্বাবধায়ক ছিল, সেই বানি হশবিয়ের পুত্র, হশবিয় মত্তনিয়ের পুত্র, মত্তনীয় মিকাহ্র পুত্র; মিকাহ্ আসফ-বংশজাত গায়কদের মধ্যে এক জন। উষি আল্লাহ্র গৃহের কাজের নেতা ছিল।