দ্বিতীয় বিবরণ 26:5-11 কিতাবুল মোকাদ্দস (BACIB)

5. আর তুমি তোমার আল্লাহ্‌ মাবুদের সম্মুখে এই কথা বলবে, এক জন অরামীয় যাযাবর আমার পূর্বপুরুষ ছিলেন; তিনি অল্প সংখ্যায় মিসরে নেমে গিয়ে প্রবাস করলেন এবং সেই স্থানে বিশাল, বিক্রমশালী ও জনবহুল জাতি হয়ে উঠলেন।

6. পরে মিসরীয়েরা আমাদের প্রতি জুলুম করলো, আমাদেরকে দুঃখ দিল ও কঠিন গোলামী করালো;

7. তাতে আমরা আমাদের পূর্বপুরুষদের আল্লাহ্‌ মাবুদের কাছে কান্নাকাটি করলাম; আর মাবুদ আমাদের আকুলতা শুনে আমাদের কষ্ট, শ্রম ও উপদ্রবের প্রতি দৃষ্টিপাত করলেন।

8. মাবুদ শক্তিশালী হাত, বাড়িয়ে দেওয়া বাহু ও মহা ভয়ঙ্করতা এবং নানা চিহ্ন-কাজ ও অদ্ভুত লক্ষণ দ্বারা মিসর থেকে আমাদেরকে বের করে আনলেন।

9. আর তিনি আমাদেরকে এই স্থানে এনেছেন এবং এই দেশ, দুগ্ধ-মধু-প্রবাহী দেশ দিয়েছেন।

10. এখন, হে মাবুদ, দেখ, তুমি আমাকে যে ভূমি দিয়েছ, তার ফলের অগ্রিমাংশ আমি এনেছি। এই কথা বলে তুমি তোমার আল্লাহ্‌ মাবুদের সম্মুখে তা রেখে তোমার আল্লাহ্‌ মাবুদের সম্মুখে সেজ্‌দা করবে।

11. আর তোমার আল্লাহ্‌ মাবুদ তোমাকে ও তোমার পরিবারকে যে যে মঙ্গল দান করেছেন, সেই সব নিয়ে তুমি ও লেবীয় ও তোমার মধ্যবর্তী বিদেশী, তোমরা সকলে আনন্দ করবে।

দ্বিতীয় বিবরণ 26