এখন, হে মাবুদ, দেখ, তুমি আমাকে যে ভূমি দিয়েছ, তার ফলের অগ্রিমাংশ আমি এনেছি। এই কথা বলে তুমি তোমার আল্লাহ্ মাবুদের সম্মুখে তা রেখে তোমার আল্লাহ্ মাবুদের সম্মুখে সেজ্দা করবে।