দানিয়াল 3:7 কিতাবুল মোকাদ্দস (BACIB)

অতএব সমস্ত লোক যখন শিঙ্গা, বাঁশী, বীণা, চতুস্তন্ত্রী ও পরিবাদিনী প্রভৃতি সমস্ত রকম যন্ত্রের বাজনার শব্দ শুনলো, তখন সমস্ত লোকবৃন্দ, জাতি ও ভাষাবাদী উবুড় হয়ে বাদশাহ্‌ বখতে-নাসারের স্থাপিত সোনার মূর্তিকে সেজ্‌দা করলো।

দানিয়াল 3

দানিয়াল 3:1-10