জবুর শরীফ 91:3-6 কিতাবুল মোকাদ্দস (BACIB)

3. হ্যাঁ, তিনিই তোমাকে ব্যাধের ফাঁদ থেকে,ও সর্বনাশক মহামারী থেকে রক্ষা করবেন।

4. তিনি তাঁর পালকে তোমাকে আবৃত করবেন,তাঁর পাখার নিচে তুমি আশ্রয় পাবে;তাঁর বিশ্বস্ততা হল ঢাল ও রক্ষাকারী প্রাচীরস্বরূপ।

5. তুমি ভয় পাবে না— রাতের ত্রাস থেকে,দিনে উড্‌ডীয়মান তীর থেকে,

6. অন্ধকারে বিচরণকারী মহামারী থেকে,মধ্যাহ্নের সাংঘাতিক ব্যাধি থেকে।

জবুর শরীফ 91