6. হে বাহিনীগণের আল্লাহ্ মালিক,তোমার অপেক্ষাকারীরা আমার দ্বারা লজ্জিত না হোক;হে ইসরাইলের আল্লাহ্,তোমার অন্বেষণকারীরা আমার দ্বারা অপমানিত না হোক।
7. কেননা তোমারই জন্য আমি তিরস্কার সহ্য করেছি,আমার মুখ লজ্জায় আচ্ছাদিত হয়েছে।
8. আমি আমার ভাইদের কাছে বিদেশী হয়েছি,আমার সহোদরদের কাছে বিজাতীয় হয়েছি।
9. কারণ তোমার গৃহবিষয়ক গভীর আগ্রহ আমাকে গ্রাস করেছে;যারা তোমাকে তিরস্কার করে,তাদের তিরস্কার আমার উপরে পড়েছে।
10. যখন আমি কান্নাকাটি করলাম,রোজা দ্বারা প্রাণকে কষ্ট দিলাম,তখন তা আমার দুর্নামের বিষয় হল।
11. যখন আমি চট পরলাম,তখন তাদের কাছে প্রবাদের বিষয় হলাম।
12. যারা তোরণদ্বারে বসে, তারা আমার বিষয়ে আলোচনা করে;মাতালেরা আমাকে নিয়ে গান রচনা করে।
13. কিন্তু, হে মাবুদ, আমি তোমারই কাছে প্রসন্নতার সময়ে মুনাজাত করছি;হে আল্লাহ্, তোমার প্রচুর অটল মহব্বতের দরুন আমাকে উত্তর দাও।তোমার উদ্ধার করার বিশ্বস্ত সাহায্যে আমাকে উত্তর দাও।
14. পাঁক থেকে আমাকে উদ্ধার কর, ডুবে যেতে দিও না;বিদ্বেষীরা থেকে ও অতল জলরাশি থেকে যেন উদ্ধার পাই।
15. পানির বন্যা আমার উপর ছাপিয়ে না উঠুক,অগাধ পানি আমাকে গ্রাস না করুক;আমার উপরে কূপ তার মুখ বন্ধ না করুক।
16. হে মাবুদ, আমাকে উত্তর দাও,কেননা তোমার অটল মহব্বত উত্তম;তোমার প্রচুর করুণার দরুন আমার প্রতি মুখ ফিরাও।
17. তোমার এই গোলামের কাছ থেকে মুখ আচ্ছাদন করো না;কারণ আমি সঙ্কটাপন্ন, ত্বরায় আমাকে উত্তর দাও।
18. কাছে এসে আমার প্রাণ মুক্ত কর;আমার দুশমনদের থেকে আমাকে উদ্ধার কর।
19. তুমি আমার দুর্নাম, আমার লজ্জা ও আমার সমস্ত অপমানের কথা জান;আমার বিপক্ষেরা সকলে তোমার সম্মুখবর্তী।