কিন্তু, হে মাবুদ, আমি তোমারই কাছে প্রসন্নতার সময়ে মুনাজাত করছি;হে আল্লাহ্, তোমার প্রচুর অটল মহব্বতের দরুন আমাকে উত্তর দাও।তোমার উদ্ধার করার বিশ্বস্ত সাহায্যে আমাকে উত্তর দাও।