3. আমি ডেকে ডেকে ক্লান্ত হয়েছি, আমার কণ্ঠ শুকিয়ে গেছে;আমার আল্লাহ্র অপেক্ষা করতে করতে আমার নয়নযুগল নিস্তেজ হয়েছে।
4. যারা অকারণে আমার বিদ্বেষী,তারা আমার মাথার চুলের চেয়েও বেশি;আমার ধ্বংসকারী মিথ্যাবাদী দুশমনেরা বলবান;আমি যা অপহরণ করি নি, তাও আমাকে ফিরিয়ে দিতে হল।
5. হে আল্লাহ্, তুমি আমার মূঢ়তার বিষয় জান;আমার সমস্ত দোষ তোমা থেকে গুপ্ত নয়।
6. হে বাহিনীগণের আল্লাহ্ মালিক,তোমার অপেক্ষাকারীরা আমার দ্বারা লজ্জিত না হোক;হে ইসরাইলের আল্লাহ্,তোমার অন্বেষণকারীরা আমার দ্বারা অপমানিত না হোক।
7. কেননা তোমারই জন্য আমি তিরস্কার সহ্য করেছি,আমার মুখ লজ্জায় আচ্ছাদিত হয়েছে।
8. আমি আমার ভাইদের কাছে বিদেশী হয়েছি,আমার সহোদরদের কাছে বিজাতীয় হয়েছি।
9. কারণ তোমার গৃহবিষয়ক গভীর আগ্রহ আমাকে গ্রাস করেছে;যারা তোমাকে তিরস্কার করে,তাদের তিরস্কার আমার উপরে পড়েছে।
10. যখন আমি কান্নাকাটি করলাম,রোজা দ্বারা প্রাণকে কষ্ট দিলাম,তখন তা আমার দুর্নামের বিষয় হল।
11. যখন আমি চট পরলাম,তখন তাদের কাছে প্রবাদের বিষয় হলাম।
12. যারা তোরণদ্বারে বসে, তারা আমার বিষয়ে আলোচনা করে;মাতালেরা আমাকে নিয়ে গান রচনা করে।
13. কিন্তু, হে মাবুদ, আমি তোমারই কাছে প্রসন্নতার সময়ে মুনাজাত করছি;হে আল্লাহ্, তোমার প্রচুর অটল মহব্বতের দরুন আমাকে উত্তর দাও।তোমার উদ্ধার করার বিশ্বস্ত সাহায্যে আমাকে উত্তর দাও।