1. মূঢ় মনে মনে বলেছে, ‘আল্লাহ্ নেই’।তারা নষ্ট, তারা ঘৃণার যোগ্য অধর্ম করেছে;সৎকর্ম করে, এমন কেউ নেই।
2. আল্লাহ্ বেহেশত থেকে মানবজাতিকে প্রতি নিরীক্ষণ করলেন,দেখতে চাইলেন, বিবেচক কেউ আছে কিনা,আল্লাহ্র খোঁজ করে এমন কেউ আছে কি না।
3. সকলে বিপথে গেছে, একসঙ্গে সত্যভ্রষ্ট হয়েছে;সৎকর্ম করে, এমন কেউ নেই, এক জনও নেই।
4. দুর্বৃত্তদের কি কিছুই জ্ঞান নেই?তারা খাদ্য গ্রাস করার মত আমার লোকদেরকে গ্রাস করে,আর আল্লাহ্কে ডাকে না।