4. হে আল্লাহ্, তুমিই আমার বাদশাহ্;তুমি ইয়াকুবকে বিজয় দান করতে হুকুম দাও।
5. তোমার দ্বারা আমরা আমাদের বিপক্ষদেরকে পরাস্ত করবো;যারা আমার বিরুদ্ধে উঠে, তাদেরকে তোমার নামে পদতলে দলবো।
6. যেহেতু আমি আমার ধনুকে নির্ভর করবো না,আমার তলোয়ার আমাকে নিস্তার করবে না।
7. কিন্তু তুমিই আমাদের দুশমনদের থেকে আমাদেরকে নিস্তার করেছ,আমাদের বিদ্বেষিদেরকে লজ্জিত করেছ।
8. আমরা সমস্ত দিন আল্লাহ্কে নিয়ে গর্ব করেছি,আর চিরকাল তোমার নামের প্রশংসা-গজল করবো। [সেলা।]