জবুর শরীফ 44:16-20 কিতাবুল মোকাদ্দস (BACIB)

16. তিরস্কারকারী ও নিন্দাকারীর রবের দরুন,দুশমন ও প্রতিহিংসাকারীর উপস্থিতির দরুণ।

17. আমাদের প্রতি এসব ঘটেছে;কিন্তু আমরা তোমাকে ভুলে যাই নি,তোমার নিয়মের বিষয়ে বেঈমানী করি নি;

18. আমাদের অন্তর ফিরে যায় নি,আমাদের পাদবিক্ষেপ তোমার পথ থেকে ভ্রষ্ট হয় নি।

19. তবুও তুমি আমাদেরকে শিয়ালদের স্থানে চূর্ণ করেছ,ঘন অন্ধকার আমাদের আচ্ছন্ন করেছে।

20. আমরা যদি আমাদের আল্লাহ্‌র নাম ভুলে গিয়ে থাকি,যদি অন্য দেবতার প্রতি দু’হাত তুলে থাকি,

জবুর শরীফ 44