12. তুমি তোমার লোকদের বিনামূল্যে বিক্রি করছো,তাদের জন্য কোন উঁচু মূল্য দাবী কর নি।
13. তুমি আমাদের প্রতিবেশীদের কাছে আমাদের তিরস্কারের বিষয়,আমাদের চারদিকের লোকদের কাছে উপহাস ও বিদ্রূপের পাত্র করেছে।
14. তুমি জাতিদের মধ্যে আমাদের প্রবাদের বিষয় করেছ,লোকবৃন্দের মধ্যে আমাদের অবজ্ঞার পাত্র করেছ।
15. সমস্ত দিন আমার অপমান আমার সম্মুখে থাকে,আমার মুখের লজ্জা আমাকে আচ্ছাদন করেছে,
16. তিরস্কারকারী ও নিন্দাকারীর রবের দরুন,দুশমন ও প্রতিহিংসাকারীর উপস্থিতির দরুণ।
17. আমাদের প্রতি এসব ঘটেছে;কিন্তু আমরা তোমাকে ভুলে যাই নি,তোমার নিয়মের বিষয়ে বেঈমানী করি নি;
18. আমাদের অন্তর ফিরে যায় নি,আমাদের পাদবিক্ষেপ তোমার পথ থেকে ভ্রষ্ট হয় নি।
19. তবুও তুমি আমাদেরকে শিয়ালদের স্থানে চূর্ণ করেছ,ঘন অন্ধকার আমাদের আচ্ছন্ন করেছে।
20. আমরা যদি আমাদের আল্লাহ্র নাম ভুলে গিয়ে থাকি,যদি অন্য দেবতার প্রতি দু’হাত তুলে থাকি,
21. তবে আল্লাহ্ কি তার সন্ধান পাবেন না?তিনি তো অন্তঃকরণের গুপ্ত বিষয় সবই জানেন।
22. হ্যাঁ, তোমার জন্য আমরা সমস্ত দিন নিহত হচ্ছি;আমাদেরকে জবেহ্ করতে নেওয়া ভেড়ার মত মত করে।
23. জাগ্রত হও, হে মালিক, কেন নিদ্রা যাও?উঠ, চিরকালের জন্য ত্যাগ করো না।
24. তুমি কেন তোমার মুখ আচ্ছাদন করছো?আমাদের দুঃখ ও দৌরাত্ম্যভোগ কেন ভুলে যাচ্ছ?
25. কেননা আমাদের প্রাণ ধূলিতে অবনত,আমাদের দেহ ভূমিতে লুটিয়ে পড়েছে।
26. আমাদের সাহায্যের জন্য উঠ,নিজের অটল মহব্বতের অনুরোধে আমাদের মুক্ত কর।