জবুর শরীফ 44:1-3 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. হে আল্লাহ্‌, আমরা স্বকর্ণে শুনেছি,আমাদের পূর্বপুরুষেরা আমাদেরকে বলেছেন,তুমি পূর্বকালে তাঁদের সময়ে কাজ করেছিলে।

2. তুমি তোমার হাতে জাতিদেরকে অধিকারচ্যুত করেআমাদের পূর্বপুরুষদেরকেই রোপণ করেছিলে,তুমি লোকবৃন্দকে চূর্ণ করে তাঁদেরকেই উন্নত করেছিলে।

3. কেননা তাঁরা নিজেদের তলোয়ার দ্বারা দেশ অধিকার করেন নি,তাঁদের নিজের বাহু তাঁদেরকে নিস্তার করে নি;কিন্তু তোমার ডান হাত, তোমার বাহু ও তোমার মুখের প্রসন্নতা তা করেছিল,কারণ তাঁদের প্রতি তোমার মহব্বত ছিল।

জবুর শরীফ 44