জবুর শরীফ 37:15-20 কিতাবুল মোকাদ্দস (BACIB)

15. তাদের তলোয়ার তাদেরই হৃদয়ে প্রবেশ করবে,তাদের ধনুক ভেঙ্গে যাবে।

16. ধার্মিকের অল্প সম্পত্তি ভাল,সমস্ত দুষ্ট লোকের বহু ধনরাশি অপেক্ষা ভাল।

17. কারণ দুষ্টদের বাহু ভেঙ্গে যাবে;কিন্তু মাবুদ ধার্মিকদের ধরে রাখেন।

18. মাবুদ সিদ্ধদের সমস্ত দিন জানেন;তাদের অধিকার চিরকাল থাকবে।

19. তারা বিপদের সময় লজ্জিত হবে না,দুর্ভিক্ষের সময়ে তৃপ্ত হবে।

20. কিন্তু দুষ্টরা বিনষ্ট হবে,মাবুদের দুশমনেরা মাঠের সবুজ ঘাসের সৌন্দর্যের মতই;তারা অন্তর্হিত, ধোঁয়ার মত মিলিয়ে যাবে।

জবুর শরীফ 37