14. যেন দুঃখী ও দরিদ্রকে নিপাত করতে পারে,যেন সরলপথগামীদেরকে খুন করতে পারে,
15. তাদের তলোয়ার তাদেরই হৃদয়ে প্রবেশ করবে,তাদের ধনুক ভেঙ্গে যাবে।
16. ধার্মিকের অল্প সম্পত্তি ভাল,সমস্ত দুষ্ট লোকের বহু ধনরাশি অপেক্ষা ভাল।
17. কারণ দুষ্টদের বাহু ভেঙ্গে যাবে;কিন্তু মাবুদ ধার্মিকদের ধরে রাখেন।