10. আর ক্ষণকাল পরে দুষ্ট লোক আর থাকবে না,তুমি তার স্থান তত্ত্ব করবে, কিন্তু তাকে পাবে না।
11. কিন্তু মৃদুশীলেরা দেশের অধিকারী হবে,এবং প্রচুর শান্তির দরুন আনন্দ করবে।
12. দুষ্ট লোক ধার্মিকের প্রতিকূলে কুসঙ্কল্প করে,তার বিরুদ্ধে দাঁতে দাঁত ঘর্ষণ করে।
13. প্রভু তাকে উপহাস করবেন,কেননা তিনি দেখেন, তার দিন আসছে।দুষ্টেরা তলোয়ার কোষমুক্ত করেছে ও ধনুক আকর্ষণ করেছে,
14. যেন দুঃখী ও দরিদ্রকে নিপাত করতে পারে,যেন সরলপথগামীদেরকে খুন করতে পারে,
15. তাদের তলোয়ার তাদেরই হৃদয়ে প্রবেশ করবে,তাদের ধনুক ভেঙ্গে যাবে।
16. ধার্মিকের অল্প সম্পত্তি ভাল,সমস্ত দুষ্ট লোকের বহু ধনরাশি অপেক্ষা ভাল।
17. কারণ দুষ্টদের বাহু ভেঙ্গে যাবে;কিন্তু মাবুদ ধার্মিকদের ধরে রাখেন।
18. মাবুদ সিদ্ধদের সমস্ত দিন জানেন;তাদের অধিকার চিরকাল থাকবে।
19. তারা বিপদের সময় লজ্জিত হবে না,দুর্ভিক্ষের সময়ে তৃপ্ত হবে।
20. কিন্তু দুষ্টরা বিনষ্ট হবে,মাবুদের দুশমনেরা মাঠের সবুজ ঘাসের সৌন্দর্যের মতই;তারা অন্তর্হিত, ধোঁয়ার মত মিলিয়ে যাবে।
21. দুষ্ট ঋণ করে পরিশোধ করে না,কিন্তু ধার্মিক দয়াবান ও দানশীল।
22. কেননা তাঁর দোয়ার পাত্রেরাদেশের অধিকারী হবে,কিন্তু তাঁর বদদোয়ার পাত্রেরা উচ্ছিন্ন হবে।
23. মাবুদ কর্তৃক মানুষের পদক্ষেপগুলো স্থিরীকৃত হয়,তার পথে তিনি প্রীত।
24. পড়ে গেলেও সে ভূতলশায়ী হবে না;কেননা মাবুদ তার হাত ধরে রাখেন।
25. আমি যুবক ছিলাম, এখন বৃদ্ধ হয়েছি,কিন্তু ধার্মিককে পরিত্যক্ত হতে দেখি নি,তার বংশকে খাদ্য ভিক্ষা করতে দেখি নি।