10. আর ক্ষণকাল পরে দুষ্ট লোক আর থাকবে না,তুমি তার স্থান তত্ত্ব করবে, কিন্তু তাকে পাবে না।
11. কিন্তু মৃদুশীলেরা দেশের অধিকারী হবে,এবং প্রচুর শান্তির দরুন আনন্দ করবে।
12. দুষ্ট লোক ধার্মিকের প্রতিকূলে কুসঙ্কল্প করে,তার বিরুদ্ধে দাঁতে দাঁত ঘর্ষণ করে।
13. প্রভু তাকে উপহাস করবেন,কেননা তিনি দেখেন, তার দিন আসছে।দুষ্টেরা তলোয়ার কোষমুক্ত করেছে ও ধনুক আকর্ষণ করেছে,
14. যেন দুঃখী ও দরিদ্রকে নিপাত করতে পারে,যেন সরলপথগামীদেরকে খুন করতে পারে,
15. তাদের তলোয়ার তাদেরই হৃদয়ে প্রবেশ করবে,তাদের ধনুক ভেঙ্গে যাবে।
16. ধার্মিকের অল্প সম্পত্তি ভাল,সমস্ত দুষ্ট লোকের বহু ধনরাশি অপেক্ষা ভাল।