জবুর শরীফ 37:10-13 কিতাবুল মোকাদ্দস (BACIB)

10. আর ক্ষণকাল পরে দুষ্ট লোক আর থাকবে না,তুমি তার স্থান তত্ত্ব করবে, কিন্তু তাকে পাবে না।

11. কিন্তু মৃদুশীলেরা দেশের অধিকারী হবে,এবং প্রচুর শান্তির দরুন আনন্দ করবে।

12. দুষ্ট লোক ধার্মিকের প্রতিকূলে কুসঙ্কল্প করে,তার বিরুদ্ধে দাঁতে দাঁত ঘর্ষণ করে।

13. প্রভু তাকে উপহাস করবেন,কেননা তিনি দেখেন, তার দিন আসছে।দুষ্টেরা তলোয়ার কোষমুক্ত করেছে ও ধনুক আকর্ষণ করেছে,

জবুর শরীফ 37