9. তিনি কথা বললেন, আর উৎপত্তি হল,তিনি হুকুম করলেন, আর স্থিতি হল।
10. মাবুদ জাতিদের মন্ত্রণা ব্যর্থ করেন,তিনি লোকবৃন্দের সমস্ত সঙ্কল্প বিফল করেন।
11. মাবুদের মন্ত্রণা চিরকাল স্থির থাকে,তাঁর অন্তরের সঙ্কল্প পুরুষানুক্রমে স্থায়ী।
12. সুখী সেই জাতি, যার আল্লাহ্ মাবুদ,সেই লোকসমাজ, যাকে তিনি নিজেরঅধিকারের জন্য মনোনীত করেছেন।
13. মাবুদ বেহেশত থেকে দৃষ্টিপাত করেন,তিনি সমস্ত মানবজাতিকে নিরীক্ষণ করেন।