জবুর শরীফ 33:17-22 কিতাবুল মোকাদ্দস (BACIB)

17. ত্রাণের জন্য ঘোড়া মিথ্যা,সে তার মহাশক্তিতে রক্ষা করতে পারে না।

18. দেখ, মাবুদের দৃষ্টি তাদের উপরে,যারা তাঁকে ভক্তিপূর্ণ ভয় করে,যারা তাঁর অটল মহব্বতের প্রতীক্ষা করে,

19. মৃত্যু থেকে তাদের প্রাণ রক্ষা করার জন্য,দুর্ভিক্ষে তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য।

20. আমাদের প্রাণ মাবুদের অপেক্ষায় রয়েছে;তিনিই আমাদের সহায় ও আমাদের ঢাল।

21. হ্যাঁ, আমাদের অন্তর তাঁতেই আনন্দ করবে,কেননা আমরা তাঁর পবিত্র নামের উপর ঈমান এনেছি।

22. হে মাবুদ, তোমার অটল মহব্বত আমাদের উপরে বর্ষিত হোক,কেননা আমরা তোমার অপেক্ষা করেছি।  

জবুর শরীফ 33