12. সুখী সেই জাতি, যার আল্লাহ্ মাবুদ,সেই লোকসমাজ, যাকে তিনি নিজেরঅধিকারের জন্য মনোনীত করেছেন।
13. মাবুদ বেহেশত থেকে দৃষ্টিপাত করেন,তিনি সমস্ত মানবজাতিকে নিরীক্ষণ করেন।
14. তিনি তাঁর বাসস্থান থেকে দৃষ্টিপাত করেনদুনিয়ার সমস্ত নিবাসীর উপরে।
15. তিনি একে একে তাদের হৃদয় গঠন করেন,তিনি তাদের সমস্ত কাজ আলোচনা করেন।
16. কোন বাদশাহ্ মহাসৈন্য দ্বারা উদ্ধার পায় না;বীর মহাশক্তি দ্বারা নিস্তার পায় না;