10. মাবুদ জাতিদের মন্ত্রণা ব্যর্থ করেন,তিনি লোকবৃন্দের সমস্ত সঙ্কল্প বিফল করেন।
11. মাবুদের মন্ত্রণা চিরকাল স্থির থাকে,তাঁর অন্তরের সঙ্কল্প পুরুষানুক্রমে স্থায়ী।
12. সুখী সেই জাতি, যার আল্লাহ্ মাবুদ,সেই লোকসমাজ, যাকে তিনি নিজেরঅধিকারের জন্য মনোনীত করেছেন।
13. মাবুদ বেহেশত থেকে দৃষ্টিপাত করেন,তিনি সমস্ত মানবজাতিকে নিরীক্ষণ করেন।
14. তিনি তাঁর বাসস্থান থেকে দৃষ্টিপাত করেনদুনিয়ার সমস্ত নিবাসীর উপরে।
15. তিনি একে একে তাদের হৃদয় গঠন করেন,তিনি তাদের সমস্ত কাজ আলোচনা করেন।
16. কোন বাদশাহ্ মহাসৈন্য দ্বারা উদ্ধার পায় না;বীর মহাশক্তি দ্বারা নিস্তার পায় না;
17. ত্রাণের জন্য ঘোড়া মিথ্যা,সে তার মহাশক্তিতে রক্ষা করতে পারে না।