জবুর শরীফ 33:1-4 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. ধার্মিকগণ মাবুদে আনন্দ ধ্বনি কর;প্রশংসা করা সরল লোকদের উপযুক্ত।

2. তোমরা বীণাতে মাবুদের প্রশংসা-গজল কর,দশতন্ত্রী নেবলে তাঁর উদ্দেশে গজল গাও।

3. তাঁর উদ্দেশে নতুন গজল গাও,জয়ধ্বনিসহ মনোহর বাদ্য কর।

4. কেননা মাবুদের কালাম যথার্থ,তাঁর সকল কাজ বিশ্বস্ততাসিদ্ধ।

জবুর শরীফ 33