40. আমার দুশমনদেরকে আমা থেকে ফিরিয়ে দিয়েছ,আমি আমার বিদ্বেষীদেরকে সংহার করেছি।
41. তারা আর্তনাদ করলো, কিন্তু রক্ষাকর্তা কেউ নেই;মাবুদের কাছে কান্নাকাটি করলো, কিন্তু তিনি জবাব দিলেন না।
42. তখন আমি তাদেরকে বায়ুচালিত ধূলিকণার মত চূর্ণ করলাম;পথের কাদার মত ফেলে দিলাম;
43. তুমি আমাকে লোকদের বিদ্রোহ থেকে উদ্ধার করেছ,জাতিদের মস্তক হিসেবে নিযুক্ত করেছ;আমার অপরিচিত জাতি অমার গোলাম হবে।
44. শোনা মাত্র তারা আমার হুকুম মান্য করবে;বিজাতি-সন্তানেরা আমার কর্তৃত্ব স্বীকার করবে।