32. আল্লাহ্ বল দিয়ে আমার কোমরবন্ধনী পরিয়েছেন।তিনি আমার পথ সিদ্ধ করেছেন।
33. তিনি আমার চরণ হরিণীর চরণের মত করেন,উচ্চস্থলীতে আমাকে সংস্থাপন করেন।
34. তিনি আমার হাতকে যুদ্ধ করতে শিক্ষা দেন,তাই আমার বাহু ব্রোঞ্জের ধনুকে চাড়া দেয়।
35. তুমি আমাকে নিজের উদ্ধার-ঢাল দিয়েছ;তোমার ডান হাত আমাকে ধারণ করেছে,তোমার কোমলতা আমাকে মহান করেছে।
36. তুমি আমার নিচে চলার পথ প্রশস্ত করেছ,আর আমার চরণ বিচলিত হয় নি।
37. আমি দুশমনদের পিছনে দৌড়াব, তাদেরকে ধরবো,সংহার না করে ফিরে আসব না।
38. আমি তাদেরকে চূর্ণ করবো,তারা আর উঠতে পারবে না,তারা আমার পদতলে পতিত হবে।
39. কারণ তুমি যুদ্ধার্থে বল দিয়ে আমার কোমর বেঁধেছ;যারা আমার বিরুদ্ধে উঠেছিল,তাদেরকে তুমি আমার অধীনে নত করেছ।
40. আমার দুশমনদেরকে আমা থেকে ফিরিয়ে দিয়েছ,আমি আমার বিদ্বেষীদেরকে সংহার করেছি।