জবুর শরীফ 18:32-35 কিতাবুল মোকাদ্দস (BACIB)

32. আল্লাহ্‌ বল দিয়ে আমার কোমরবন্ধনী পরিয়েছেন।তিনি আমার পথ সিদ্ধ করেছেন।

33. তিনি আমার চরণ হরিণীর চরণের মত করেন,উচ্চস্থলীতে আমাকে সংস্থাপন করেন।

34. তিনি আমার হাতকে যুদ্ধ করতে শিক্ষা দেন,তাই আমার বাহু ব্রোঞ্জের ধনুকে চাড়া দেয়।

35. তুমি আমাকে নিজের উদ্ধার-ঢাল দিয়েছ;তোমার ডান হাত আমাকে ধারণ করেছে,তোমার কোমলতা আমাকে মহান করেছে।

জবুর শরীফ 18