3. আমি প্রশংসনীয় মাবুদকে ডাকব,এভাবে আমার দুশমনদের থেকে আমি নিস্তার পাব।
4. আমি মৃত্যুর দড়িতে বাঁধা পড়েছিলাম,ধ্বংসের খরস্রোতে আশঙ্কিত ছিলাম।
5. আমি পাতালের দড়িতে বাঁধা পড়েছিলাম,মৃত্যুর ফাঁদে জড়িত ছিলাম।
6. সঙ্কটে আমি মাবুদকে ডাকলাম,আমার আল্লাহ্র উদ্দেশে আর্তনাদ করলাম;তাঁর গৃহ থেকে তিনি আমার মিনতি শুনলেন,তাঁর সম্মুখে আমার আর্তনাদ তাঁর কর্ণে প্রবেশ করলো।
7. তখন দুনিয়া টলতে লাগল, কাঁপতে লাগল,পর্বতরাজির সমস্ত মূল বিচলিত হল ও টলতে লাগল,কারণ তিনি জ্বলে উঠলেন।
8. তাঁর নাসারন্ধ্র থেকে ধোঁয়া বের হল,তাঁর মুখনির্গত আগুন গ্রাস করলো;তাঁর কাছ থেকে বেরিয়ে আসল প্রজ্বলিত অঙ্গার।
9. তিনি আসমানকে নুইয়ে নামলেন,অন্ধকার তাঁর পদতলে ছিল।
10. তিনি কারুবী আরোহণে উড্ডীন হলেন,বায়ু-পক্ষভরে উড়ে আসলেন।
11. তিনি অন্ধকারকে তাঁর অন্তরাল,তাঁর চতুর্দিকস্থ তাঁবু করলেন;পানির ঘন অন্ধকার ও আসমানের ঘন মেঘমালাকে চন্দ্রাতপ করলেন।