25. তুমি দয়াবানের সঙ্গে সদয় ব্যবহার করবে,সিদ্ধের সঙ্গে সিদ্ধ ব্যবহার করবে।
26. তুমি খাঁটিদের সঙ্গে খাঁটি ব্যবহার করবে,কুটিলের সঙ্গে চতুরতা ব্যবহার করবে।
27. কেননা তুমি দুঃখীদেরকে নিস্তার করবে,কিন্তু গর্বিত নয়ন অবনত করবে।
28. তুমিই আমার প্রদীপ উজ্জ্বল করে থাক;মাবুদ, আমার আল্লাহ্,তুমিই আমার অন্ধকার আলোকময় করে থাক।
29. কেননা তোমার দ্বারা আমি সৈন্যদলের বিরুদ্ধে দৌড়াই;আমার আল্লাহ্র দ্বারা প্রাচীর পার হই।
30. তিনিই আল্লাহ্, তাঁর পথ সিদ্ধ;মাবুদের কালাম পরীক্ষাসিদ্ধ;যারা তোমার মধ্যে আশ্রয় নেয় তুমি তাদের সকলের ঢাল।
31. কারণ মাবুদ ছাড়া আর আল্লাহ্ কে আছে?আমাদের আল্লাহ্ ছাড়া আর শৈল কে আছে?
32. আল্লাহ্ বল দিয়ে আমার কোমরবন্ধনী পরিয়েছেন।তিনি আমার পথ সিদ্ধ করেছেন।
33. তিনি আমার চরণ হরিণীর চরণের মত করেন,উচ্চস্থলীতে আমাকে সংস্থাপন করেন।
34. তিনি আমার হাতকে যুদ্ধ করতে শিক্ষা দেন,তাই আমার বাহু ব্রোঞ্জের ধনুকে চাড়া দেয়।
35. তুমি আমাকে নিজের উদ্ধার-ঢাল দিয়েছ;তোমার ডান হাত আমাকে ধারণ করেছে,তোমার কোমলতা আমাকে মহান করেছে।
36. তুমি আমার নিচে চলার পথ প্রশস্ত করেছ,আর আমার চরণ বিচলিত হয় নি।
37. আমি দুশমনদের পিছনে দৌড়াব, তাদেরকে ধরবো,সংহার না করে ফিরে আসব না।
38. আমি তাদেরকে চূর্ণ করবো,তারা আর উঠতে পারবে না,তারা আমার পদতলে পতিত হবে।