জবুর শরীফ 18:24-28 কিতাবুল মোকাদ্দস (BACIB)

24. তাই মাবুদ আমার ধার্মিকতা অনুসারে ফল দিলেন,তাঁর সাক্ষাতে আমার হাতের পবিত্রতা অনুসারে দিলেন।

25. তুমি দয়াবানের সঙ্গে সদয় ব্যবহার করবে,সিদ্ধের সঙ্গে সিদ্ধ ব্যবহার করবে।

26. তুমি খাঁটিদের সঙ্গে খাঁটি ব্যবহার করবে,কুটিলের সঙ্গে চতুরতা ব্যবহার করবে।

27. কেননা তুমি দুঃখীদেরকে নিস্তার করবে,কিন্তু গর্বিত নয়ন অবনত করবে।

28. তুমিই আমার প্রদীপ উজ্জ্বল করে থাক;মাবুদ, আমার আল্লাহ্‌,তুমিই আমার অন্ধকার আলোকময় করে থাক।

জবুর শরীফ 18