17. তিনি আমাকে উদ্ধার করলেনআমার বলবান দুশমন থেকে, আমার বিদ্বেষীদের থেকে,কেননা তারা আমার চেয়ে শক্তিমান ছিল।
18. আমার বিপদের দিনে তারা আমার কাছে এল,কিন্তু মাবুদ আমার অবলম্বন হলেন।
19. তিনি আমাকে বাইরে প্রশস্ত স্থানে আনলেন,আমাকে উদ্ধার করলেন,কেননা তিনি আমাতে সন্তুষ্ট ছিলেন।
20. মাবুদ আমার ধার্মিকতানুযায়ী পুরস্কার দিলেন,আমার হাতের পবিত্রতা অনুযায়ী ফল দিলেন।
21. কেননা আমি মাবুদের পথে চলেছি,দুষ্টতাপূর্বক আমার আল্লাহ্কে ছেড়ে যাই নি।
22. কারণ তাঁর সমস্ত অনুশাসন আমার সম্মুখে ছিল,আমি তাঁর বিধি আমা থেকে দূর করি নি।
23. আর আমি তাঁর উদ্দেশে সিদ্ধ ছিলাম,আমার অপরাধ থেকে নিজেকে রক্ষা করতাম।
24. তাই মাবুদ আমার ধার্মিকতা অনুসারে ফল দিলেন,তাঁর সাক্ষাতে আমার হাতের পবিত্রতা অনুসারে দিলেন।
25. তুমি দয়াবানের সঙ্গে সদয় ব্যবহার করবে,সিদ্ধের সঙ্গে সিদ্ধ ব্যবহার করবে।
26. তুমি খাঁটিদের সঙ্গে খাঁটি ব্যবহার করবে,কুটিলের সঙ্গে চতুরতা ব্যবহার করবে।
27. কেননা তুমি দুঃখীদেরকে নিস্তার করবে,কিন্তু গর্বিত নয়ন অবনত করবে।
28. তুমিই আমার প্রদীপ উজ্জ্বল করে থাক;মাবুদ, আমার আল্লাহ্,তুমিই আমার অন্ধকার আলোকময় করে থাক।