17. তিনি আমাকে উদ্ধার করলেনআমার বলবান দুশমন থেকে, আমার বিদ্বেষীদের থেকে,কেননা তারা আমার চেয়ে শক্তিমান ছিল।
18. আমার বিপদের দিনে তারা আমার কাছে এল,কিন্তু মাবুদ আমার অবলম্বন হলেন।
19. তিনি আমাকে বাইরে প্রশস্ত স্থানে আনলেন,আমাকে উদ্ধার করলেন,কেননা তিনি আমাতে সন্তুষ্ট ছিলেন।
20. মাবুদ আমার ধার্মিকতানুযায়ী পুরস্কার দিলেন,আমার হাতের পবিত্রতা অনুযায়ী ফল দিলেন।
21. কেননা আমি মাবুদের পথে চলেছি,দুষ্টতাপূর্বক আমার আল্লাহ্কে ছেড়ে যাই নি।