1. হে মাবুদ! তুমিই আমার শক্তি!আমি তোমাকেই মহব্বত করি।
2. মাবুদ আমার শৈল, আমার দুর্গ,ও আমার উদ্ধারকর্তা, আমার আল্লাহ্, আমার দৃঢ় শৈল,আমি তাঁর কাছে আশ্রয় নিয়েছি;আমার ঢাল, আমার নাজাতের শৃঙ্গ, আমার উচ্চদুর্গ।
3. আমি প্রশংসনীয় মাবুদকে ডাকব,এভাবে আমার দুশমনদের থেকে আমি নিস্তার পাব।
4. আমি মৃত্যুর দড়িতে বাঁধা পড়েছিলাম,ধ্বংসের খরস্রোতে আশঙ্কিত ছিলাম।
5. আমি পাতালের দড়িতে বাঁধা পড়েছিলাম,মৃত্যুর ফাঁদে জড়িত ছিলাম।
6. সঙ্কটে আমি মাবুদকে ডাকলাম,আমার আল্লাহ্র উদ্দেশে আর্তনাদ করলাম;তাঁর গৃহ থেকে তিনি আমার মিনতি শুনলেন,তাঁর সম্মুখে আমার আর্তনাদ তাঁর কর্ণে প্রবেশ করলো।