1. হে মাবুদ, আমি গভীর তলদেশ থেকে তোমাকে ডেকেছি।
2. হে মালিক, আমার কথা শোন,আমার ফরিয়াদে তুমি কান দাও।
3. হে মাবুদ, তুমি যদি অপরাধগুলো ধর,তবে হে মালিক, কে দাঁড়াতে পারবে?
4. কিন্তু তোমার কাছে মাফ আছে,যেন লোকে তোমাকে ভক্তিপূর্ণ ভয় করে।
5. আমি মাবুদের অপেক্ষা করছি;আমার প্রাণ অপেক্ষা করছে;আমি তাঁর কালামে প্রত্যাশা করছি।