জবুর শরীফ 104:22-24 কিতাবুল মোকাদ্দস (BACIB)

22. সূর্য উদিত হলে তারা চলে যায়,নিজ নিজ গহ্বরে শয়ন করে।

23. মানুষ তার কাজে বের হয়,আর সন্ধ্যাকাল পর্যন্ত পরিশ্রম করে।

24. হে মাবুদ, তোমার নির্মিত বস্তু কেমন বহুবিধ!তুমি প্রজ্ঞা দ্বারা সেই সমস্ত নির্মাণ করেছ;দুনিয়া তোমার সম্পত্তিতে পরিপূর্ণ।

জবুর শরীফ 104