জবুর শরীফ 104:21-29 কিতাবুল মোকাদ্দস (BACIB)

21. যুবসিংহরা শিকারের চেষ্টায় গর্জন করে,আল্লাহ্‌র কাছে তাদের খাদ্য খোঁজ করে।

22. সূর্য উদিত হলে তারা চলে যায়,নিজ নিজ গহ্বরে শয়ন করে।

23. মানুষ তার কাজে বের হয়,আর সন্ধ্যাকাল পর্যন্ত পরিশ্রম করে।

24. হে মাবুদ, তোমার নির্মিত বস্তু কেমন বহুবিধ!তুমি প্রজ্ঞা দ্বারা সেই সমস্ত নির্মাণ করেছ;দুনিয়া তোমার সম্পত্তিতে পরিপূর্ণ।

25. ঐ যে সমুদ্র, বিশাল ও চারদিকে বিস্তীর্ণ,সেখানে জলজ প্রাণীরা থাকে, তারা অগণ্য;ক্ষুদ্র ও প্রকাণ্ড কত জীবজন্তু থাকে।

26. সেখানে সমস্ত জাহাজ ভ্রমণ করে,সেখানে সেই লিবিয়াথন থাকে,যা তুমি সেখানে খেলা করার জন্য নির্মাণ করেছ।

27. এরা সকলেই তোমার অপেক্ষায় থাকে,যেন তুমি যথাসময়ে তাদের খাদ্য দাও।

28. তুমি তাদেরকে দিলে তারা সংগ্রহ করে;তুমি হাত খুললে তারা মঙ্গলে তৃপ্ত হয়।

29. তুমি নিজের মুখ আচ্ছাদন করলে তারা ভীষণ ভয় পায়;তুমি তাদের নিশ্বাস হরণ করলে তারা মৃত্যুবরণ করে,তাদের ধূলিতে ফিরে যায়।

জবুর শরীফ 104