2. তুমি কাপড়ের মত আলো পরিধান করেছ,আসমানকে চন্দ্রাতপের মত বিস্তার করেছ।
3. তিনি পানির উপর তাঁর উপরিস্থ কক্ষের কড়িকাঠ স্থাপন করেছেন,তিনি মেঘকে তাঁর রথ করে থাকেন,বায়ুর পাখার উপরে গমনাগমন করেন।
4. তিনি বায়ুগুলোকে তাঁর দূত,আগুনের শিখাকে তাঁর পরিচারক করেন।
5. তিনি দুনিয়াকে তার ভিত্তিমূলের উপরে স্থাপন করেছেন;তা অনন্তকালেও বিচলিত হবে না।
6. তুমি দুনিয়াকে কাপড়ের মত করে সাগরের পানি দিয়ে আচ্ছাদন করেছিলে;পর্বতমালার উপরে পানি দাঁড়িয়েছিল।
7. তোমার ভর্ৎসনায় সেই পানি পালিয়ে গেল,তোমার বজ্রনাদে তা বেগে প্রস্থান করলো।
8. পর্বতমালা উঁচু হল, উপত্যকা নিম্ন হল,তুমি পানির জন্য যে স্থান প্রস্তুত করেছিলে, পানি সেখানে গেল।
9. তুমি সীমা স্থাপন করেছ, যেন পানি তা অতিক্রম না করে,যেন ফিরে দুনিয়াকে আচ্ছন্ন না করে।
10. তিনি উপত্যকায় ফোয়ারার প্রবাহ প্রেরণ করে থাকেন;সেগুলো পর্বতমালার মধ্যে প্রবাহিত হয়।
11. সেগুলো মাঠের সমস্ত পশুকে পানি দেয়;বনগর্দভেরা তৃষ্ণা নিবারণ করে।
12. সেই সবের তীরে আসমানের পাখিরা বাসা করে,ডালের মধ্য থেকে গান গায়।
13. তিনি উপরের কক্ষ থেকে পর্বতে পানি সেচন করেন;তোমার কাজের ফলে দুনিয়া পরিতৃপ্ত হয়।
14. তিনি পশু পালের জন্য ঘাস অঙ্কুরিত করেন;মানুষের সেবার জন্য ওষধি অঙ্কুরিত করেন;এভাবে ভূমি থেকে খাদ্য উৎপন্ন করেন,
15. আর মানুষের অন্তরের আনন্দদায়ক আঙ্গুর-রস,মুখের প্রফুল্লতা-জনক তেল,ও মানুষের অন্তরের বল-সাধক খাদ্য উৎপন্ন করেন।
16. পরিতৃপ্ত হয়েছে মাবুদের গাছগুলো,লেবাননের সেই এরস গাছগুলো, যা তিনি রোপণ করেছেন।
17. তার মধ্যে ছোট পাখিরা বাসা করে;দেবদারু গাছ হাড়গিলার বাসস্থান।