32. পরে আমরা জেরুশালেমে উপস্থিত হয়ে সেই স্থানে তিন দিন অবস্থিতি করলাম।
33. পরে চতুর্থ দিনে সেই রূপা, সোনা ও সমস্ত পাত্র আমাদের আল্লাহ্র গৃহে ঊরীয়ের পুত্র মরেমোৎ ইমামের হাতে ওজন করে দেওয়া গেল, আর তার সঙ্গে পীনহসের পুত্র ইলিয়াসর এবং তাদের সঙ্গে যেশূয়ের পুত্র যোষাবদ ও বিন্নূয়ির পুত্র নোয়দিয়, এই দু’জন লেবীয় ছিল।
34. সমস্ত দ্রব্য গণনা ও ওজন করে দেওয়া হল এবং সেই সময়ে সমস্ত ওজনের পরিমাণ লেখা হল।
35. নির্বাসিত যে লোকেরা বন্দীদশা থেকে ফিরে এসেছিল, তারা ইসরাইলের আল্লাহ্র উদ্দেশে পোড়ানো-কোরবানী করলো; তারা সারা ইসরাইলের জন্য বারোটি ষাঁড়, ছিয়ানব্বইটি ভেড়া, সাতাত্তরটি ভেড়ার বাচ্চা ও গুনাহ্-কোরবানীর জন্য বারোটি ছাগল, এসব মাবুদের উদ্দেশে পোড়ানো-কোরবানী হিসেবে দেওয়া হল।
36. পরে রাজ প্রতিনিধি প্রদেশপালদের কাছে ও নদী-পারস্থ শাসনকর্তাদের কাছে বাদশাহ্র হুকুম-পত্র পৌঁছে দেওয়া হল, আর তারা লোকদের এবং আল্লাহ্র গৃহের জন্য সাহায্য করলেন।