পরে চতুর্থ দিনে সেই রূপা, সোনা ও সমস্ত পাত্র আমাদের আল্লাহ্র গৃহে ঊরীয়ের পুত্র মরেমোৎ ইমামের হাতে ওজন করে দেওয়া গেল, আর তার সঙ্গে পীনহসের পুত্র ইলিয়াসর এবং তাদের সঙ্গে যেশূয়ের পুত্র যোষাবদ ও বিন্নূয়ির পুত্র নোয়দিয়, এই দু’জন লেবীয় ছিল।