1. পরে এহুদা ও বিন্ইয়ামীনের বিপক্ষ লোকেরা শুনতে পেল যে, বন্দীদশা থেকে আগত লোকেরা ইসরাইলের আল্লাহ্ মাবুদের উদ্দেশে এবাদতখানা নির্মাণ করছে;
2. তখন তারা সরুব্বাবিল ও পিতৃ-কুলপতিদের কাছে এসে তাঁদেরকে বললো, তোমাদের সঙ্গে আমরাও নির্মাণ করি, কেননা তোমাদের মত আমরাও তোমাদের আল্লাহ্র এবাদত করি; আর যে আসেরিয়ার বাদশাহ্ এসর-হদ্দোন আমাদেরকে এই স্থানে এনেছিলেন, তাঁর সময় থেকে আমরা আল্লাহ্রই উদ্দেশে কোরবানী করে আসছি।