উযায়ের 4:2 কিতাবুল মোকাদ্দস (BACIB)

তখন তারা সরুব্বাবিল ও পিতৃ-কুলপতিদের কাছে এসে তাঁদেরকে বললো, তোমাদের সঙ্গে আমরাও নির্মাণ করি, কেননা তোমাদের মত আমরাও তোমাদের আল্লাহ্‌র এবাদত করি; আর যে আসেরিয়ার বাদশাহ্‌ এসর-হদ্দোন আমাদেরকে এই স্থানে এনেছিলেন, তাঁর সময় থেকে আমরা আল্লাহ্‌রই উদ্দেশে কোরবানী করে আসছি।

উযায়ের 4

উযায়ের 4:1-10