আর যে জাতি ও যে রাজ্য সেই ব্যাবিলনের বাদশাহ্ বখতে-নাসারের গোলাম না হবে ও ব্যাবিলনের বাদশাহ্র জোয়ালের নিচে তার ঘাড় না রাখবে, মাবুদ বলেন, আমি তলোয়ার, দুর্ভিক্ষ ও মহামারী দ্বারা সেই জাতিকে প্রতিফল দেব, যে পর্যন্ত ওর হাত দিয়ে তাদেরকে সংহার না করি।