আর সমস্ত জাতি তার, তার পুত্রের ও তার পৌত্রের গোলাম হবে; পরে তার দেশের সময়ও উপস্থিত হবে, তখন অনেক জাতি ও মহান বাদশাহ্রা তাকেও গোলামী করাবে।