সত্যিই উপকূলগুলো আমার অপেক্ষা করবে,তর্শীশের সমস্ত জাহাজ অগ্রগামী হবে,দূর থেকে তোমার সন্তানদের আনবে,তাদের রূপা ও সোনার সঙ্গে আনবে,তোমার আল্লাহ্ মাবুদের নামের জন্য,ইসরাইলের পবিত্রতমের জন্য,কেননা তিনি তোমাকে মহিমান্বিত করেছেন।