আর বিজাতি-সন্তানেরা তোমার প্রাচীর গাঁথবে,তাদের বাদশাহ্রা তোমার পরিচর্যা করবে;কেননা আমি ক্রুদ্ধ হয়ে তোমাকে প্রহার করেছি,কিন্তু অনুগ্রহে তোমার প্রতি করুণা করলাম।