18. ধিক্ তাদেরকে, যারা মিথ্যার দড়ি দিয়ে অপরাধকে টেনে আনে,আর যেন ঘোড়ার গাড়ির দড়ি দিয়ে গুনাহ্ টেনে আনে,
19. বলে, ‘তিনি তাড়াতাড়ি করুন,নিজের কাজ তাড়াতাড়ি করুন,যেন আমরা তা দেখতে পাই;ইসরাইলের পবিত্রতমের মন্ত্রণা কাছে আসুক,যেন আমরা তা জানতে পাই!’
20. ধিক্ তাদেরকে, যারা মন্দকে ভাল, আর ভালকে মন্দ বলে,আলোকে আঁধার ও আঁধারকে আলো বলে ধরে,মিষ্টকে তিক্ত, আর তিক্তকে মিষ্ট মনে করে!
21. ধিক্ তাদেরকে, যারা নিজ নিজ চোখে জ্ঞানবান,নিজ নিজ দৃষ্টিতে বুদ্ধিমান!
22. ধিক্ তাদেরকে, যারা আঙ্গুর-রস পান করতে বীরপুরুষ,আর সুরা মিশাতে বলবান;
23. যারা উৎকোচের জন্য দুষ্ট লোককে নির্দোষ করে,আর ধার্মিককে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে!
24. অতএব আগুনের জিহ্বা যেমন নাড়া গ্রাস করে, শুকনো ঘাস যেমন আগুনের শিখায় পরিণত হয়, তেমনি তাদের মূল পচে যাওয়া কাঠের মত হবে ও তাদের ফুল ধুলার মত উড়ে যাবে। কেননা তারা বাহিনীগণের মাবুদের ব্যবস্থা অগ্রাহ্য করেছে, ইসরাইলের পবিত্রতমের কালাম অবজ্ঞা করেছে।
25. এই কারণে নিজের লোকদের বিরুদ্ধে মাবুদের ক্রোধে জ্বলে উঠেছেন, তিনি তাদের বিরুদ্ধে হাত বাড়িয়ে আছেন এবং তাদেরকে আঘাত করেছেন; তাই উপপর্বতগুলো কেঁপে উঠলো ও ওদের লাশ সড়কের মধ্যে জঞ্জালের মত পড়ে রইলো।এতেও তাঁর ক্রোধ নিবৃত্ত হয় নি,কিন্তু এখনও তিনি তাঁর হাত বাড়িয়েইরেখেছেন।